• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৩০০ কোটি টাকার বন্ড ছাড়ছে মার্কেন্টাইল ব্যাংক

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ মে ২০১৮, ১৫:৫৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ৩০০ কোটি টাকার বন্ড ছাড়ছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সবশেষ সভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর।

বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টেবল, আনলিস্টেড ও রিডিমেবল সাবঅর্ডিনেটেড বন্ড।

শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ও উচ্চ সম্পদশালী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবেন।

মার্কেন্টাইল ব্যাংকের বন্ডটির প্রতিটির ইউনিট মূল্য রাখা হয়েছে ১ কোটি টাকা। ব্যাংকটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উত্তোলিত এই অর্থ দিয়ে টায়ার ২ ক্যাপিটাল বেস এর শর্ত পরিপালন করবে।

ব্যাংকটির বন্ডের ট্রাস্টি হিসাবে কাজ করছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরাগের দুর্দান্ত ফিফটিতে জিতল রাজস্থান
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
X
Fresh