• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অত্যাধুনিক ডাল ফ্যাক্টরি চালু করলো এসিআই

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ মে ২০১৮, ১৭:১৩

শতভাগ বিশুদ্ধ খাদ্যপণ্য সরবরাহে এসিআই স্থাপন করেছে ডাল প্রসেসিং-এর অত্যাধুনিক ফ্যাক্টরি। গেলো ১৪ মে হোটেল রেডিসনের বলরুমে আধুনিক এই ডাল ফ্যাক্টরির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

এসিআই পিওর ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি, লবণ, চাল, মশলা ও ভোজ্যতেল এর ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় যুক্ত হলো এসিআই পিওর ডাল; যা দেশের মানুষের পুষ্টি চাহিদায় প্রোটিনের ঘাটতি মেটাতে অবদান রাখবে হবে বলে মনে করে এসিআই কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ জেলার বন্দরে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে দৈনিক ১০০ মেট্রিকটন ডাল প্রক্রিয়াজাত শুরু করছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানটি। এ ফ্যাক্টরিতে ব্যবহৃত হয়েছে বিশ্বসেরা কোম্পানির কালার সর্টার মেশিন।

দেশের ডাল উৎপাদনের প্রখ্যাত জেলা সমূহ যেমন: যশোর, ঝিনাইদহ, পাবনা, কুষ্টিয়া, মাগুরা হতে নিজস্ব তত্ত্বাবধানে শতভাগ দেশি ডাল সংগ্রহ করে ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রক্রিয়াজাত করবে এসিআই।

এছাড়া অস্ট্রেলিয়ার উন্নত মানের নিপার ভ্যারাইটির ডাল আমদানি করে অত্যাধুনিক মেশিনে প্রক্রিয়াজাতকরণ করে বাজারজাত করা হবে।

বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পলকের শ্যালক
এসিআই মটরসে চাকরি, নেবে একাধিক লোকবল
গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল
X
Fresh