• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নতুন চা আনলো টেটলী এসিআই

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ মে ২০১৮, ১৯:৩১

বাংলাদেশের চা প্রেমীরা চায়ের অনন্য এক স্বাদ উপভোগ করবে। এ জন্য নতুন চা বাজারে এনেছে বাংলাদেশের অন্যতম প্রধান চা কোম্পানি টেটলী এসিআই বাংলাদেশ লিমিটেড। আজ বুধবার তেজগাঁয়ে অবস্থিত এসিআই সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পণ্যটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস্ এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর বলেন, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের যে লক্ষ্য নিয়ে এসিআই কাজ করে যাচ্ছে, টাটা টি গোল্ড তারই একটি অংশ। এর মাধ্যমে আপনারা একটি অনন্য এবং অসাধারণ চায়ের স্বাদ দিনের যে কোন সময় উপভোগ করতে পারবেন।
--------------------------------------------------------
আরও পড়ুন :সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে রোমানিয়া
--------------------------------------------------------

টেটলী এসিআই বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় মোহতা বলেন, টাটা টি বাংলাদেশের ভোক্তাদের বিশ্বমানের পণ্য দিতে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের পণ্য সম্ভারে যোগ করেছি টাটা টি গোল্ড যাতে রয়েছে ১৫ শতাংশ আমদানিকৃত অর্থডক্স পদ্ধতির লম্বা চা পাতা।

তিনি বলেন, এই পদ্ধতিতে চা পাতাকে ধীরে ধীরে রোল করা হয়, যেন চায়ের প্রাকৃতিক সুবাস অটুট থাকে। এই পাতাগুলো গরম পানিতে খুলে গিয়ে আপনাকে দেবে সম্পূর্ণ নতুন এক আমেজ।

টাটা টি গোল্ড চা ৪০০ গ্রাম, ২০০ গ্রাম এবং ২৫ গ্রামের প্যাকে ১৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভির মাধ্যমে সঙ্গীত পরিচালনায় নাম লেখালেন জিকো
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের দাফন সম্পন্ন
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
X
Fresh