• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবি ব্যাংকে বড় পতন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মে ২০১৮, ১৯:১৩

দেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক শেয়ারবাজারে একদিনেই ২১ শতাংশের বেশি দর হারিয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বাজারে প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ২০ পয়সায়। যা এর আগের দিনের চেয়ে ২১ শতাংশের বেশি কম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গেলো সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে এবি ব্যাংকের শেয়ার ১৫ টাকা ৫০ পয়সায় লেনদেন শেষ করে। একদিনের ব্যবধানে তা ১২ টাকা ২০ পয়সায় নেমে এসেছে। সে হিসেবে আজ ডিএসইতে শেয়ারটির দর কমেছে ৩ টাকা ৩০ পয়সা। শতাংশের হিসেবে যা ২১ ভাগের বেশি।

নিয়মানুযায়ী, কোনো কোম্পানির শেয়ারের দাম একদিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারে।

--------------------------------------------------------
আরও পড়ুন : রমজানে সিএনজি স্টেশন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ
--------------------------------------------------------

সে হিসেবে কোম্পানিটির শেয়ারদর ২১ শতাংশের বেশি কমার কথা নয়। কিন্তু যেদিন কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়, সেদিন এই বাধ্যবাধকতা থাকে না। এদিন শেয়ারের দাম কম বা বেশি হতে পারে।

বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সবশেষ হিসাববছরে কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দেয়।

বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির রুল অনুযায়ী, লভ্যাংশ না দেয়ায় রোববার থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে ‍ব্যাংকটিকে। এর ফলে কোম্পানিটিতে বিনিয়োগের জন্য কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা।

ডিএসই সূত্রে জানা গেছে, ২০১৭ শেষ হওয়া হিসাব বছরে এবি ব্যাংকের সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। এর আগের বছরে যা ছিল ২ টাকা।

আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ৬৫ পয়সা। যা তার আগের বছর ছিল ৩২ টাকা ৮ পয়সা।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে সন্তুষ্ট ভুটানের রাজা
মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে, বেড়েছে মাদরাসায়
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
X
Fresh