• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডানা মেলছে পাঠাও, যাচ্ছে অন্য শহরেও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০১৮, ১৩:০৯
ছবি-টেকক্রাঞ্চ থেকে নেয়া

মোটরসাইকেল রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাও আরও বড় হচ্ছে। প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণে ইন্দোনেশিয়ার রাইড শেয়ারিং কোম্পানি ‘গো-জ্যাক এর বিনিয়োগ নিচ্ছে।

এরইমধ্যে তারা গো-জ্যাক থেকে প্রথম সিরিজের বিনিয়োগ হাতে পেয়েছে। এখন দ্বিতীয় সিরিজের বিনিয়োগ আসতে যাচ্ছে।

পাঠাও অ্যাপের প্রধান নির্বাহী হুসাইন এম ইলিয়াস জানিয়েছেন, রাজধানী ঢাকার বাইরেও তাদের সেবা চালুর পরিকল্পনা রয়েছে। সেইসঙ্গে নতুন কিছু সেবাও আনবে তারা। তাদের প্রতিষ্ঠান এরই মধ্যে চাহিদা অনুযায়ী মোটরবাইক সার্ভিস সেবা দিয়ে যাচ্ছে। চলতি বছর রাজধানীতে খাবার ডেলিভারির কাজও শুরু হয়েছে।

নতুন পরিকল্পনার মধ্য রয়েছে ওয়ালেট অ্যাপ চালু। এ প্রসঙ্গে তিনি বলেন, তাদের এই ওয়ালেট সেবা ডিজিটাল লেনদেনের নতুন সুযোগ সৃষ্টি করবে। আগামী মাস থেকে পাঠাও অ্যাপে এই ওয়ালেট সার্ভিস যুক্ত হতে পারে। গ্রাহকরা এই ওয়ালেটের মাধ্যমে পাঠাও কিংবা পাঠাও ফুড সার্ভিসের পেমেন্ট করতে পারবেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : টার্কি পালনে ভাগ্য বদল সাজিদার
--------------------------------------------------------

গত বছর পাঠাও গো-জ্যাকের ‘প্রি-সিরিজ এ’ বিনিয়োগের ২ মিলিয়ন ডলার বা ২০ লাখ ডলার হাতে পেয়েছে। এখন দ্বিতীয় ধাপে গো-জ্যাকের আরও অর্থ ঢালার খবর প্রকাশ করেছে প্রযুক্তি বিষয়ক অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চ।

সংবাদ মাধ্যমটি গো-জ্যাকের এই বিনিয়োগকে গো-জ্যাকের বাংলাদেশি সংস্করণ বলে উল্লেখ করেছে।

যেখানে বলা হয়েছে, নতুন করে গো-জ্যাক পাঠাওয়ে যে টাকা ঢালতে যাচ্ছে, তার পরিমাণ হতে পারে ১ কোটি ডলারের বেশি।

তবে এ বিষয়ে এখনও পাঠাও আনুষ্ঠানিকভাবে পরিমাণের কথা প্রকাশ করেনি।

কিন্তু এই অর্থ কোথাও বিনিয়োগ করবে পাঠাও? জানা গেছে, ব্যবসা সম্প্রসারণেই এই অর্থ ঢালা হবে। তারা এই অর্থ দিয়ে প্রযুক্তি সেবার উন্নতি ও প্রকৌশলী নিয়োগ দেবে।

উল্লেখ্য, পাঠাও এখনও বাংলাদেশের বাজার পুরোপুরি দখল করতে পারেনি, তবে চাকরি বাজারে ঢাকায় এরই মধ্যে সুনাম কুড়িয়েছে। অনেক যুবক তাদের মোটরসাইকেল পাঠাও সেবার সঙ্গে যুক্ত করে আয় করতে পারছেন।

আরও পড়ুন :

এসআর/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
চুয়াডাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
নওগাঁয় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত
X
Fresh