spark
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০, ১ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ৩৫৩৩ জন, সুস্থ হয়েছেন ১৭৯৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

প্রতিযোগিতায় টিকতে পাটশিল্পের আধুনিকায়ন করতে হবে: মোরশেদ আলম

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৬ এপ্রিল ২০১৮, ১৯:০১ | আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৯:৩০
পলিথিনের বিপরীতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পাটের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পাটশিল্পের আধুনিকায়ন করতে হবে। বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের(বিজেএমসি) কাছে পাওনা টাকা পরিশোধের দাবিতে বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

মোরশেদ আলম বলেন, আবার আমাদের পাটশিল্পের স্বর্ণযুগকে ফিরিয়ে আনতে চাই আমরা। এজন্য বাজারে এখন যে পণ্যগুলো আছে, সক্ষমতা অনুসারে সেগুলো সরবরাহ করতে হবে। একইভাবে অন্যান্য পণ্য সরবরাহও বাড়াতে হবে।

পাটশিল্পে বিদ্যমান সমস্যা সমাধানের কথা বলতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পাটশিল্পের জন্য আগামী বাজেটে যদি ন্যূনতম ১ হাজার কোটি টাকার আর্থিক বরাদ্দ দেয়া হয়, তবে অবিলম্বেই সমস্যার অনেকাংশই লাঘব হয়ে যাবে।

আলোচনা সভায় নিজেদের দুরবস্থার কথা তুলে ধরে পাট ব্যবসায়ী মিজানুল ইসলাম মিজু বলেন, আমরা আজ ঠিকানাহারা। ভিটেমাটি থেকে আমাদের উচ্ছেদ করা হয়। আমাদের বাড়িঘর নিয়ে যায় ব্যাংক। অসহায়ের মতো আমাদের রাস্তায় ঘুরে বেড়াতে হয়।

আরও পড়ুন :

কে/

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৯৩৫৯০ ১০৫০২৩ ২৪৫৭
বিশ্ব ১৩৪৭৩১১১ ৭৮৬৭৮৪৬ ৫৮১৫৮৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অর্থনীতি এর সর্বশেষ
  • অর্থনীতি এর পাঠক প্রিয়