• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোববার সর্বশেষ তথ্য জানাবে ইউএস-বাংলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৮, ১৭:০০

নেপালের কাঠমান্ডুতে সম্প্রতি বিধ্বস্ত হওয়া বিমান নিয়ে সর্বশেষ তথ্য জানাতে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

রোববার বেলা ১২টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর মুখপাত্র কামরুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১২ মার্চে ইউএস-বাংলার যে দুর্ঘনার শিকার হয়, তার ক্লোজিং কোনো তথ্য আমরা এখনো জানায়নি। আগামীকাল রোববার ওই ঘটনার ‍পুরো ওভারভিউ সাংবাদিকদের জানানো হবে।

বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত ও নিহত হয়েছেন তাদের বিষয়ে কিছু তথ্য ও কিছু ব্যাখ্যা সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ৬ হাজার ডিস্ট্রিবিউটর নিয়ে ওয়ালটনের সম্মেলন
--------------------------------------------------------

এ নিয়ে মিডিয়ায় অনেকসময় কিছু ভুল ব্যাখ্যাও এসেছে জানিয়ে তিনি বলেন, আগামীকাল ওই ভুলগুলোর ব্যাপারেও পরিষ্কার করে জানানো হবে।

ইউএস-বাংলার ওই ফ্লাইটে ৭১ আরোহীর মধ্যে দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৭ জন বাংলাদেশি ছিলেন।

এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল জানিয়েছেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহতদের পরিবার কমপক্ষে ৫০ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ পাবেন।

ইন্সুরেন্স কোম্পানি নিহতদের পরিবারকে এই ক্ষতিপূরণ দেবে; আহতরাও ইন্সুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন।

ওই সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ জানান, বিমান দুর্ঘটনায় আহত-নিহত সবার নাম-ঠিকানা তাদের কাছে আছে।

আরও পড়ুন :

এসআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়েই চলছে নারী নির্যাতন
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
বাংলাদেশ সিরিজের জন্য আইপিএল ছাড়ছেন রাজা!
X
Fresh