এতো টাকা গেলো কোথায়?
আরটিভি অনলাইন রিপোর্ট
| ১৭ এপ্রিল ২০১৮, ১৪:৪২ | আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৫:০৩

আরও পড়ুন : ৫০ হাজার কোটি টাকা ছাড়াবে বাজেট ঘাটতি: সিপিডি
-------------------------------------------------------- তিনি বলেন, প্রবৃদ্ধির হার নিয়ে তর্ক-বিতর্ক হতে পারে। কিন্তু ফলাফল যা দেখা যাচ্ছে, তাতে মনে হয় দেশে আয়হীন কর্মসংস্থান বাড়ছে। ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির তুলনায় তিন বছর ধরে একই জায়গায় আটকে আছে। ব্যক্তি খাতে বিনিয়োগ না বাড়ায় এই আয়হীন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বলে মনে করেন তিনি। তিনি আগামী বাজেট সামনে রেখে সংযত সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা বজায় রাখার পরামর্শ দেন। অনুষ্ঠানে রোহিঙ্গাদের পেছনে আগামী অর্থবছরে কী পরিমাণ অর্থ ব্যয় হতে পাবে- সে সম্পর্কেও তথ্য জানানো হয়। সিপিডির তথ্য অনুযায়ী, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পেছনে আগামী ২০১৮-১৯ অর্থবছরে সরকারের ব্যয় হবে ১০০ কোটি ডলার। আরও পড়ুন : এসআর