• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ: এডিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ এপ্রিল ২০১৮, ১৪:১০

চলতি ২০০১৭-১৮ অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ। আর মূল্যস্ফীতি হতে পারে ৬ দশমিক ১ শতাংশ।

এমন পূর্বাভাস দিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক- এডিবি।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এডিবি ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন সংস্থার অর্থনীতিবিদ সুন চ্যান হং।

তিনি বলেন, এসব অর্জনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। দেশের রপ্তানি খাতকে আরও বেগবান করতে কেবল পোশাক শিল্পের ওপর নির্ভর না করে অন্যান্য পণ্যের দিকেও নজর দেয়ার পাশাপাশি নতুন নতুন বাজার সন্ধানে পরামর্শ দেন তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উড়ছে ৪ মে
--------------------------------------------------------

এর আগে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হার নিয়ে ভিন্ন পূর্বাভাস জানায় সরকার ও বিশ্বব্যাংক। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশ হবে।

আর বিশ্বব্যাংক বলছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও দারিদ্র্য বিমোচন কিংবা অর্থনৈতিক বৈষ্যমের প্রশ্নে এখনও পিছিয়ে বাংলাদেশ। চলতি ২০১৭-১৮ অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ।

আরও পড়ুন :

এসআর/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
X
Fresh