• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কর দিতে হবে: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০১৮, ২৩:০৮

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কর দিতে হবে বলে জানালেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে এই তথ্য জানান তিনি।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ করা হবে। এই কর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে নাকি শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে তা কর্তৃপক্ষ দেখবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আয়ের ওপর কর আরোপ করা হবে। বাংলাদেশে ভারতীয় চ্যানেল দেখাতে হলে টাকা দিতে হবে। তবে নিউজপ্রিন্টের আমদানির ক্ষেত্রে করের পরিমাণ কমানো হবে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকরা।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী
যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নিষেধাজ্ঞা
অর্থনৈতিক সংকট কেটে গেছে : অর্থমন্ত্রী
X
Fresh