• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বন্দরের সব ব্যাংক এখন ২৪ ঘণ্টা খোলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০১৮, ১৭:১১

বাণিজ্যিক লেনদেনের সুবিধা দিতে চট্টগ্রাম বন্দর এলাকায় সব ব্যাংকের শাখাগুলো সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক ওই নির্দেশ সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার ব্যাংকগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : চীনের ট্রাম্পকার্ড কিম!
--------------------------------------------------------

সেই নির্দেশনার পরিপেক্ষিতে চট্টগ্রাম বন্দর/কাস্টমস কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট আগ্রাবাদ এলাকায় অবস্থিত ব্যাংক শাখা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হল।

এক্ষেত্রে ব্যাংকগুলো প্রয়োজনে চট্টগ্রাম বন্দর/কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট শাখা খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
X
Fresh