• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

১০ হাজার কোটি টাকা বের করে নিলো ব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ এপ্রিল ২০১৮, ১২:৫৬

তারল্য সংকট মেটাতে অবশেষে কেন্দ্রীয় ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা বের করে নিলেন ব্যাংক মালিকরা। এসব টাকা সাধারণ মানুষের আমানত। নিরাপত্তার স্বার্থে এই টাকা বাংলাদেশ ব্যাংকে রাখা হয়।

গতকাল মঙ্গলবার রাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

ওই সার্কুলারে বলা হয়, এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমার হার (সিআরআর) এক শতাংশ কমিয়ে সাড়ে ৫ শতাংশ করা হয়েছে। এটি আগামী ১৫ এপ্রিল থেকে এটি কার্যকর হবে।

ব্যাংক খাতের সংকট নিরসনে গত শুক্রবার ও রোববার এর উদ্যোক্তাদের সঙ্গে বসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালো বেগুন ৫ টাকা, পোকা বেগুন ৩!
--------------------------------------------------------

ওই বৈঠকের পর অর্থমন্ত্রী সরকারি তহবিলের ৫০ শতাংশ অর্থ বেসরকারি ব্যাংকে রাখা যাবে বলে জানান। যেটি ২৫ শতাংশ পর্যন্ত বিদ্যমান ছিল।

এরপর দ্বিতীয় দফার বৈঠক থেকে অর্থমন্ত্রী বলেন, সিআরআর এক শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এর ফলে ১০ হাজার কোটি টাকার মতো বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে চলে আসবে। এতে তারল্য সংকট কমে গেলে সুদের হারও কমে যাবে।

এতো পরিমাণ টাকা বেসরকারি ব্যাংকগুলোর কাছে দেয়া হলে মূল্যস্ফীতি বাড়বে কিনা- জিজ্ঞাসা করা হলে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাড়বে না, কোনোভাবেই বাড়বে না।

আরও পড়ুন:

এসআর/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিসংখ্যান ব্যুরোতে বড় নিয়োগ, নেবে ৭১৪ জন
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
X
Fresh