• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতে রেকর্ড গড়ল জ্বালানি তেল

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ এপ্রিল ২০১৮, ১৭:১৮

বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমেছিল, তখন অনেকটাই পৌষ মাস পার করেছিল ভারত। কিন্তু এবার আর তা হচ্ছে না। পৌষের পরিবর্তে উল্টো সময় পার করতে হচ্ছে। যার জ্বালা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, পেট্রোলের দাম বেড়ে গত চার বছরের মধ্যে রেকর্ড করেছে। দেশটিতে গতকাল রোববার থেকে পেট্রোলের নতুন দাম ধার্য করা হয়েছে। যা এখন লিটারপ্রতি ৭৩ দশমিক ৭৩ রুপিতে বিক্রি হচ্ছে।আর ডিজেলের দামও হয়েছে সবচেয়ে বেশি। দিল্লিতে ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৪ দশমিক ৫৮ রুপি।

এর আগে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বরে দিল্লিতে পেট্রোলের দাম উঠেছিল ৭৬ দশমিক ৬ রুপিতে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ব্যাংকিং খাতে অনিয়মের সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা!
--------------------------------------------------------

আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবছর শুল্ক কমানোর দাবি জানিয়েছিল সংশ্লিষ্টরা। কিন্তু বাজেটে সেই বিষয়ে কোনো গুরুত্ব দেয়া হয়নি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এমনিতে সবচেয়ে বেশি তেলের দাম ভারতে।

এর ফলে পরিবহন শিল্পের উপর চাপ আরও খানিকটা বাড়বে বলে আশঙ্কা করছেন দেশটির বিশ্লেষকরা।

তারা মনে করছেন, যদি অবিলম্বে জ্বালানি তেলের উপর অন্তঃশুল্ক না কমানো হয়, তবে সমস্যা আরও জটিল হবে। ২০১৪ সাল থেকে ২০১৬ সালের মধ্যে মোট ৯ বার পেট্রোল, ডিজেলে অন্তঃশুল্ক বাড়িয়েছে মোদি সরকার। কমিয়েছে মাত্র এক বার।

তেল মন্ত্রণালয় বারবার অন্তঃশুল্ক কমানোর আর্জি জানালেও চলতি বছর অরুণ জেটলির বাজেটে তা উপেক্ষিত থেকেছে।

নতুন ঘোষণার পর পেট্রোল এবং ডিজেল- দুটির দাম লিটার প্রতি দশমিক ১৮ রুপি করে বেড়েছে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
বিদেশি কোনো প্রভুর ইন্ধনে ভারত বিরোধিতা করছে বিএনপি : শেখ পরশ
X
Fresh