• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মার্চে ২২ কোটি ডলার বেশি পাঠিয়েছেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

  ০২ এপ্রিল ২০১৮, ১৩:০২

সরকারের বিভিন্ন উদ্যোগে ইতিবাচক ধারার মধ্য দিয়ে যাচ্ছে রেমিটেন্স প্রবাহ। গেল মার্চ মাসে ১৩০ কোটি ডলারের বেশি অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা গেল বছরের একই সময়ের চেয়ে ২২ কোটি ডলার বা প্রায় ২১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের রেমিটেন্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে দেশে ১১৪ কোটি ৯০ ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। সেই হিসাবে ফেব্রুয়ারির চেয়ে মার্চে রেমিটেন্স বেড়েছে ১৫ কোটি ১৪ লাখ ডলার। আর চলতি ২০১৭-১৮ অর্থবছরে (জুলাই -মার্চ) ৯ মাসে রেমিটেন্স এসেছে এক হাজার ৭৬ কোটি ১৩ লাখ ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, রেমিটেন্সের উৎস দেশগুলোতে অর্থনৈতিক মন্দা এবং মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য মাধ্যমে হুন্ডি প্রবণতা বেড়ে যাওয়ায় বৈধ পথে প্রবাসীদের অর্থ আসা কমে যায়। ওই কারণে গত ২০১৬-১৭ অর্থবছরে আগের বছরের চেয়ে প্রায় ১৪ দশমিক ৪৮ শতাংশ কম রেমিটেন্স আসে। এতে সরকার কিছুটা চিন্তায় পড়ে যায়।

--------------------------------------------------------
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ১২৮টি পণ্যে শুল্ক আরোপ করলো চীন
--------------------------------------------------------

এরপর রেমিটেন্স প্রবাহ বাড়াতে বেশকিছু পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। অবৈধ লেনদেনের দায়ে বন্ধ করা হয় বিকাশের দুই হাজার ৮৮৭টি এজেন্ট নম্বর। এছাড়া রেমিটেন্স পাঠাতে মাশুল না নেওয়াসহ নানা ঘোষণাও দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসব পদক্ষেপের কারণে রেমিটেন্স প্রবাহ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা এসকে সুর চৌধুরী বলেন, গত কয়েক বছর ধরে রেমিটেন্স প্রবাহে নিম্নগতি দেখা গেছে। তবে অক্টোবর থেকে তা আবার বাড়ছে। এটিকে ধরে রাখার জন্য কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, এটা দেশের জন্য সুখবর। সম্প্রতি সময়ে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় এতে সামান্য প্রভাব পড়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন:

এসআর/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও
সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশে সংকট বাড়বে জনতা ব্যাংকের
‘পরিবারের লোকজনও আমাদের শুধু টাকার গাছ মনে করে’
রজতজয়ন্তী মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় অধ্যাপক আবদুল মজিদ কলেজ
X
Fresh