• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোজায় পণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ এপ্রিল ২০১৮, ১৪:২৮

পর্যাপ্ত মজুদ থাকায় রমজানে নিত্যপণ্যের সঙ্কট হবে না। ফলে কোনো পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই। জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান মাস ও ঈদুল ফিতরের সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমূহের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সব ধরনের পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। রমজানে নিত্যপণ্যের যে চাহিদা আছে তার চেয়ে বেশি আমদানি এরই মধ্যে করা হয়েছে। বন্দর এলাকা থেকে নিত্যপণ্যবাহী জাহাজ অগ্রাধিকার ভিত্তিতে খালাস করা হবে।

তিনি বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ দেশজ উৎপাদন এবং আমদানির উপর নির্ভরশীল। উৎপাদক, আমদানিকারক, পরিবেশক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতায় নিত্য প্রয়োজনীয় পণ্যাদি বিশেষ করে চাল, আটা, চিনি, ভোজ্যতেল, ডাল, পেয়াজ, রসুন, আদা হলুদ, খেজুর ইত্যাদির বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে।

এ সময় উপস্থিত ব্যবসায়ীরাও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য 
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম
X
Fresh