জনতা ব্যাংকের আট কর্মকর্তা বরখাস্ত
আরটিভি অনলাইন রিপোর্ট
| ২৬ মার্চ ২০১৮, ১১:৫৪ | আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১২:১৩

আরও পড়ুন: এতো উন্নয়ন হচ্ছে, চোখে পড়ে না?
-------------------------------------------------------- ব্যাংক সূত্রে জানা গেছে, চামড়া খাতের কোম্পানি ক্রিসেন্ট লেদারের রপ্তানির অর্থ দেশে আসেনি। কিন্তু নিয়মনীতি লঙ্ঘন করে একের পর এক বিল কিনেছে জনতা ব্যাংক। এভাবে বাছবিচার ছাড়াই ব্যাংকটির পুরান ঢাকার ইমামগঞ্জ শাখা থেকে ক্রিসেন্ট লেদারকে দেয়া হয়েছে এক হাজার ১৩৫ কোটি টাকা। একক গ্রাহকের ঋণসীমার নিয়মও এ ক্ষেত্রে মানা হয়নি। সম্প্রতি কিছু অর্থ ফেরত আনার পর এখন ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ৯৯৫ কোটি টাকা। ব্যাংকের বর্তমান মূলধন অনুযায়ী একজন গ্রাহককে সর্বোচ্চ ৭৪৫ কোটি টাকা ঋণ দেয়ার কথা। বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে বিষয়টি ধরা পড়ার পর এসব প্রতিষ্ঠানকে ঋণখেলাপি করার নির্দেশ দেয়া হয়েছে। এরপর নড়েচড়ে বসেছে ব্যাংক কর্তৃপক্ষ। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুছ ছালাম আজাদ বলেন, বোর্ড সভায় এসব কর্মকতাদের সাময়িক বরখাস্তের নির্দেশনা দেয়া হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী কর্মকর্তাদের সাময়িকভাবে বরখাস্ত করার চিঠি দেয়া হবে। আরও পড়ুন: পি