• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইলেকট্রিক বাস চালু হচ্ছে কলকাতায়

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ মার্চ ২০১৮, ১৫:৫৭

বিদ্যুৎ চালিত বাস চালু করছে কলকাতা। গাড়ি খাতের কোম্পানি টাটা প্রথমবারের মতো এ সেবার সুযোগ করে দিচ্ছে। আগামী জুন মাসে এই সেবা চালু হবে।

ভারতীয় মিডিয়া সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ৮০টি বাস চালু হবে বিধাননগর এবং রাজারহাট থেকে।

কেন্দ্রীয় সরকারের সহায়তায় ওই ৮০টি বাস কিনছে রাজ্য। এরইমধ্যে ইলেকট্রিক বাসের জন্য দরপত্র ছাড়া হয়েছিল। সেই দরপত্রে টাটা মোটরস সবচেয়ে কম দামে বাস দিতে চেয়েছে। বাসগুলো হবে শীতাতপ নিয়ন্ত্রিত।

--------------------------------------------------------
আরও পড়ুন: ৯৯৯ সিঁড়ি পার হয়ে রেকর্ড করল যে গাড়ি (ভিডিও)
--------------------------------------------------------

এর মধ্যে ৪০টি বাস ৯ মিটার লম্বা এবং বাকি ৪০টি ১২ মিটার লম্বা। বাস প্রতি খরচ পড়ছে ৭৫ থেকে ৯০ লাখ রুপি।

রাজ্য পরিবহন অধিদপ্তরের একজন কর্মকর্তা ডিএনএ ইন্ডিয়াকে বলেছেন, জুন থেকেই বাস আসতে শুরু করবে। ওই মাসেই কলকাতায় চালু হবে ইলেকট্রিক বাস।

ওই সূত্র জানিয়েছে, বাসগুলো একবার চার্জ দিলে ১৫০ কিলোমিটার চলবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, বিধাননগর এবং রাজারহাটের চারটি ডিপোয় চার্জ স্টেশন রাখা হবে। এছাড়া, বিধাননগর এবং রাজারহাটের ১০টি জায়গায় ফাস্ট চার্জিং স্টেশন রাখা হচ্ছে। প্রয়োজনে ওইসব জায়গা থেকেও বাসগুলো চার্জ দিতে পারবে। তবে ফাস্ট চার্জিং স্টেশন থেকে অন্য ইলেকট্রিক গাড়িও চার্জ দিতে পারবে। ওইসব গাড়িকে চার্জের বদলে অর্থ দিতে হবে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
X
Fresh