• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ব্যাংকে অনিয়ম-দুর্নীতি জানাতে পারবেন অ্যাপে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মার্চ ২০১৮, ১২:১৬

ব্যাংকিং খাতে আর্থিক অনিয়ম ও হয়রানির শিকার গ্রাহকরা মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।

রোববার বাংলাদেশ ব্যাংকের হামিদুল্লাহ কনফারেন্স রুমে অ্যাপসটির উদ্বোধন করেন গভর্নর ফজলে কবির।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে (এফআইসিএসডি) অভিযোগ গ্রহণের জন্য ব্যাংকের আইটিওসিডি একটি মোবাইল অ্যাপস তৈরি করেছে। এখন থেকে যে কেউ বিদ্যমান মাধ্যমের পাশাপাশি এই মোবাইল অ্যাপেও অভিযোগ দাখিল করার সুবিধা পাবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: কাতার থেকে এলএনজি আসছে ২৩ এপ্রিল
--------------------------------------------------------

মোবাইল অ্যাপটি BB Complaints নামে গুগল প্লে স্টোরে আপলোড করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুম কামাল ভূঁইয়া, নির্বাহী পরিচালক (বিশেষায়িত) এ কে এম ফজলুল হক মিঞা, এফআইসিএসডির মহাব্যবস্থাপক মো. জামাল মোল্লা, আইটিওসিডির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ ইসহাক মিয়া এবং এফআইসিএসডি ও আইটিওসিডির কর্মকর্তারা।

উল্লেখ্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংক ২০১১ সালের ১ এপ্রিল গঠন করে গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র।

পরে এর পরিধি বাড়তে থাকায় আরও বৃহৎ পরিসরে একে ঢেলে সাজিয়ে ২৫ জুলাই ২০১২ সালে গঠন করা হয় ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস বিভাগ (এফআইসিএসডি)।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরের দুর্নীতি অনুসন্ধানে দুদক
ইউটিউব দেখে ব্যাংক ডাকাতি শেখেন আরিফুল
বেনজীর আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট
ঋণখেলাপি ধরতে প্রার্থীদের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh