• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আরেকটি অর্থনৈতিক মন্দা আসছে: বিল গেটস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০১৮, ১৭:১২

১০ বছর আগে যুক্তরাষ্ট্রে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, তা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল। পরিণত হয়েছিল বৈশ্বিক মন্দায়।

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস মনে করেন, ওই রকম আরেকটি মন্দা আসছে।

তবে কখন মন্দাটি আসবে তা নিশ্চিত করে জানাননি তিনি।

মঙ্গলবার রেডিট ওয়েবসাইটের 'আস্ক মি এনিথিং' সেশনে বিল গেটস একথা বলেন।

তাকে প্রশ্ন করা হয়, আপনার কি মনে হয় নিকট ভবিষ্যতে ২০০৮ সালের মতো আরেকটি অর্থনৈতিক মন্দা দেখা দিবে?

এ ব্যাপারে তার বক্তব্য ছিল খুব সংক্ষিপ্ত। তিনি বলেন, হ্যাঁ, নিশ্চিতভাবেই তার আশঙ্কা আছে। তবে এটা ঠিক কখন ঘটবে তা বলা মুশকিল। সৌভাগ্যক্রমে আমরা আগেরটা মোটামুটি ভালোভাবেই পার হতে পেরেছি। ওয়ারেন বাফেটও এ নিয়ে কথা বলেছে এবং সে আমার চেয়ে এই বিষয়টি আরও অনেক বেশি ভালো বুঝে।

তবে তিনি আশার বাণীও শুনিয়েছেন। রেডিটে বিল গেটস বলেন, সামনে আরেকটি অর্থনৈতিক মন্দাভাবের আশঙ্কা থাকলেও নতুন নতুন উদ্ভাবন ও পুঁজিবাদ ভবিষ্যতে সবখানে মানুষের অবস্থাকে আরও উন্নত করে তুলবে। এ ব্যাপারে আমি আশাবাদী।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিলিয়নেয়ারদের সংখ্যায় বিশ্বে তৃতীয় মুম্বাই
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
X
Fresh