• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডেপুটি গভর্নর হলেন আহমেদ জামাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০১৮, ১৬:৩৪

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক আহমেদ জামাল। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই কর্মকর্তাকে ডেপুটি গভর্নর নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালকে তার বর্তমান পদ হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর উত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে তার বয়স ৬২ বছর পর্যন্ত অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) নিয়োগের জন্য গত বছর ডিসেম্বরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে একটি বাছাই (সার্চ) কমিটি গঠন করে সরকার।

কমিটি যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগের জন্য সরকারের কাছে সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে আহমেদ জামালকে নিয়োগ দিল সরকার।

কুষ্টিয়ার সন্তান আহমেদ জামাল লেখাপড়া করেছেন হিসাব বিজ্ঞানে। তিনি সদ্য বিদায়ী ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর চৌধুরী) স্থলাভিসিক্ত হলেন।

গত ৩১ জানুয়ারি এস কে সুরের চাকরির মেয়াদ শেষ হয়েছে। তিনি এখন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় দলে ফিরেই সাকিবের ফিফটি
জামালপুরে ট্রাকচাপায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী
জামালপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
X
Fresh