• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে গ্ল্যাক্সোস্মিথক্লাইন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানিয়েছে, কোম্পানির পরিচালনায় পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাববছরের জন্য এই লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ টাকা ৫৬ পয়সা। এ সময় শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি হয়েছে ২১৮ টাকা ৩৫ পয়সা।

যা এর আগের বছর ৩১ ডিসেম্বর শেষে ছিল যথাক্রমে ৫৩ টাকা ৫১ পয়সা ও ২১৪ টাকা ৬৫ পয়সা।

আগামী ১৯ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মার্চ।

’এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৭৬ সালে বাংলাদেশে তালিকাভুক্ত হয়।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিত্যপণ্যের মতোই লাগামহীন ওষুধের দাম
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
বেটিং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মালান!
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
X
Fresh