• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ব্যাংকের ঋণ অনুমোদনপত্র হচ্ছে বাংলায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৫

অবশেষে মাতৃভাষা বাংলাতেই ব্যাংকের ঋণ অনুমোদনপত্র হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে এক নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, গ্রাহকের জন্য সুবিধাজনক হওয়ার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমেও স্বচ্ছতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ রোববার এই আদেশ দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকে পাঠিয়েছে।

আদেশে বলা হয়, বাংলা ভাষা প্রচলন আইনের (১৯৮৭) উদ্দেশ্য পূরণে এবং গ্রাহকের স্বার্থে ঋণ মঞ্জুরিপত্রের শর্তগুলো বোধগম্য হওয়া বাঞ্ছনীয়।

“বাংলায় ঋণ অনুমোদনপত্র লেখা হলে তা গ্রাহকের জন্য সুবিধাজনক হওয়ার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমেও স্বচ্ছতা বাড়বে।”

তবে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও অনুমোদনপত্র দিতে পারবে ব্যাংকগুলো।

বাংলা ভাষা প্রচলন আইনের ৩(১) ধারায় বাংলাদেশে সব সরকারি অফিস, আদালত, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব নথি ও চিঠিপত্র, আইন-আদালতের সওয়াল-জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলী (কেবল বিদেশে যোগাযোগ ছাড়া) আবশ্যিকভাবে বাংলায় লেখার নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন:

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
X
Fresh