• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হিমালয়ের দেশে চলছে বাংলাদেশের বাণিজ্য মেলা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫১
বাংলাদেশ এক্সপো-২০১৮

হিমালয়ের দেশ নেপালে চলছে বাংলাদেশি পণ্যের একক বাণিজ্যমেলা বাংলাদেশ এক্সপো ২০১৮। গত ২৩ ফেব্রুয়ারি শনিবার নেপালের কাঠমান্ডুর ভ্রীকুটি মণ্ডপ এক্সিভিশন হলে এই মেলা শুরু হয়। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইউটার্ন ইভেন্টস।

পাঁচদিনের মেলা প্রসঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে সামস বলেন, বেঙ্গলগ্রুপ, প্রাণ, আরএফএল, ওয়াল্টন, সুপার ষ্টার গ্রুপ, ফিনিস, রানার অটোমোবাইল, হাতিলসহ প্রায় অর্ধশতাধিক রপ্তানিমুখী প্রতিষ্ঠান এবং উদ্যোক্তা এই এক্সপোতে অংশ নিচ্ছে।

তিনি আরও বলেন বাংলাদেশ দূতাবাস গত চার বছর যাবৎ এ আয়োজন করে আসছে। ফলে নেপালে উল্লেখযোগ্যহারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে।

এবারের এক্সপোতে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে যুক্ত হচ্ছে খ্যাতনামা ২৪ জন চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।