• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

হিমালয়ের দেশে চলছে বাংলাদেশের বাণিজ্য মেলা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫১
বাংলাদেশ এক্সপো-২০১৮

হিমালয়ের দেশ নেপালে চলছে বাংলাদেশি পণ্যের একক বাণিজ্যমেলা বাংলাদেশ এক্সপো ২০১৮। গত ২৩ ফেব্রুয়ারি শনিবার নেপালের কাঠমান্ডুর ভ্রীকুটি মণ্ডপ এক্সিভিশন হলে এই মেলা শুরু হয়। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইউটার্ন ইভেন্টস।

পাঁচদিনের মেলা প্রসঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে সামস বলেন, বেঙ্গলগ্রুপ, প্রাণ, আরএফএল, ওয়াল্টন, সুপার ষ্টার গ্রুপ, ফিনিস, রানার অটোমোবাইল, হাতিলসহ প্রায় অর্ধশতাধিক রপ্তানিমুখী প্রতিষ্ঠান এবং উদ্যোক্তা এই এক্সপোতে অংশ নিচ্ছে।

তিনি আরও বলেন বাংলাদেশ দূতাবাস গত চার বছর যাবৎ এ আয়োজন করে আসছে। ফলে নেপালে উল্লেখযোগ্যহারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে।

এবারের এক্সপোতে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে যুক্ত হচ্ছে খ্যাতনামা ২৪ জন চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।

আজ ২৪ ফেব্রুয়ারি এ উপলক্ষ্যে বাংলাদেশ ও নেপালের বাণিজ্য বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও নেপালের মধ্যকার ব্যবসা বাণিজ্যের সমস্যা ও সমাধান নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

মেলার সেমিনারগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর।

আরও পড়ুন:

এসআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
মেলার চাঁদা নিয়ে বিরোধ, মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা
X
Fresh