• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ব্যাংকিং খাতে ঋণ অনিয়ম হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৫

ব্যাংকিং খাতে ঋণ অনিয়ম অনেক দেশেই হয়। আমাদের এখানেও হচ্ছে। তবে ব্যাংক খাত নিয়ে সতর্ক থাকতে হবে। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিজিএমই আয়োজিত ‘তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ এবং সহজীকরণ’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ খাত (ব্যাংক খাত) নিয়ে অর্থমন্ত্রীর কথা বলার কথা। তারপরও সরকারে আছি, তাই আমাদেরও কথা বলতে হয়। আশা করবো, অর্থ মন্ত্রণালয় ব্যাংক খাত নিয়ে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে।

তোফায়েল আহমেদ বলেন, ব্যাংকিং খাত নিয়ে আমাদের সতর্ক হতে হবে এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে শুধু বাংলাদেশেই নয় ভারতেও একজন বড় ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। তাদের বিরোধীদলীয় নেতা সেদেশের প্রধানমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করেছে। অর্থাৎ সব দেশেরই ব্যাংকিং খাত নিয়ে যত্নবান হওয়া প্রয়োজন। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় বাস্তবমুখী পদক্ষেপ নেবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ৩০ কোটি টাকা তুলতে অনুমতি পেল এসকে ট্রিমস
--------------------------------------------------------

তিনি আরও বলেন, আমাদের দেশে ব্যাংক ঋণ নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অনেকে জেলে আছে। কাউকে ছাড় দেয়া হয় নাই। ব্যাংকিং খাতের কারণে ব্যবসা প্রসার হচ্ছে। বড় বড় ইন্ডাস্ট্রি ব্যাংকের টাকা দিয়ে হচ্ছে। তবে ঋণ দেয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে।

পানামা পেপারস ও প্যারাডাইস পেপার কেলেঙ্কারিতে যাদের নাম এসেছে তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিবে কিনা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, মানিলন্ডারিং বা অর্থপাচার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক), বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংস্থা কাজ করছে। এর আগে মানিলন্ডারিং অভিযোগে অনেকের বিষয়ে মামলা হয়েছে। সাজাও হয়েছে। পানামা পেপারস কেলেঙ্কারিতে যাদের নাম এসেছে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মোহাম্মদ নাছির প্রমুখ।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউটিউব দেখে ব্যাংক ডাকাতি শেখেন আরিফুল
ঋণখেলাপি ধরতে প্রার্থীদের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
৯ মাসে সুদ পরিশোধ ১০০ কোটি ডলারের বেশি
৭১ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিপি
X
Fresh