• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেয়ারবাজারে কি কারসাজি হচ্ছে?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৫

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর কৌশলগত মালিকানা বাছাইয়ে চীন-ভারত দ্বন্দ্বের মধ্যে চাপে পড়েছে শেয়ারবাজার। তার মধ্যেই বারবার দরপতন হচ্ছে বাজারে। পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না বাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের পুঁজিবাজারে নেতিবাচক অবস্থা দেখা যায়।

এর পেছনে কোনো কারসাজি আছে কিনা তা অনুসন্ধান করার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। সেই সঙ্গে কমে হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে কমে প্রায় ১০০ পয়েন্ট। বাজারে এদিন লেনদেন হয় ৪৪০ কোটি ২৩ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৭১ কোটি ৯৩ লাখ টাকা কম।

হাতবদল হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২৭০টির ও অপরিবর্তিত রয়েছ ১৭টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২৯৮ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৪২৩ পয়েন্টে অবস্থান করছে।

এমন পরিস্থিতিতে স্টক এক্সচেঞ্জের লেনদেনের ঋণাত্মক অবস্থানের কারণ অনুসন্ধানের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়েছে কমিশন।

ঋণাত্মক ধারার পেছনে কোনো কারসাজি আছে কিনা, তা খতিয়ে দেখে অতিসত্বর কমিশনকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড় খামারিদের কারসাজিতে ৫০০-তে নামছে না গরুর মাংস 
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
মোবাইলে প্রতিদিন ৪ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন
X
Fresh