• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাণিজ্য বাড়াতে চীনের ১৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

ইকরাম হোসেন

  ১৪ অক্টোবর ২০১৬, ২০:৪৯

চীনের ১৫ প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের ১৫ প্রতিষ্ঠানের ১ লাখ ৮ হাজার ৮শ কোটি টাকার ব্যবসা চুক্তি সই হয়েছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ এ চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মন্ত্রী জানান, এটি বাস্তবায়নে চট্টগ্রামে চীনের জন্য আলাদা ইকোনমিক জোন হবে।

রাজধানীর একটি হোটেলে চীন-বাংলাদেশ বিজনেস ফোরামের অনুষ্ঠানে চীন ও বাংলাদেশের প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়। সেখানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, জ্বালানি, চামড়া, বস্ত্রসহ বিভিন্ন খাতে ১৩শ’ ৬০ কোটি মার্কিন ডলারের চুক্তি সই হয়েছে।

দ্রুত এসব চুক্তি বাস্তবায়ন হবে আশা দেশের শীর্ষস্থানীয় ব্যবসা সংগঠন এফবিসিসিআই নেতাদের।

একই আশা জানিয়ে চায়না কাউন্সিল ফর দা প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড-সিসিপিআইটি’র ভাইস চেয়ারম্যান চেন ঝ্যু পারস্পরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

সংশ্লিষ্টদের ভাষ্য, এর মাধ্যমে দু’দেশের সম্পর্ক নতুন শিখরে উঠবে।

ডিএইচ/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh