• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৮০ কোটি টাকা তোলার অনুমতি পেল আমান কটন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০২

পুঁজিবাজার থেকে ৮০ কোটি টাকা উত্তোলন করার অনুমতি পেয়েছে আমান কটন ফাইবার্স লিমিটেড। বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ার ছেড়ে এ মূলধন সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিংয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পাশাপাশি কাট অফ প্রাইস নির্ধারণ করেছে।

কাট অফ প্রাইস তথা যে দামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত কোটার শেয়ার বিক্রি শেষে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য প্রস্তাব দেয়া হয়।