• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মোবাইল ব্যাংকিংয়ে সক্রিয় গ্রাহক কমেছে ১ কোটি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪১

বর্তমান সময়ে অর্থ লেনদেনে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম মোবাইল ব্যাংকিংয়ে নেতিবাচক প্রভাব পড়ছে। গেলো বছরের শেষ মাসে এ ধরনের ব্যাংকিংয়ে সক্রিয় গ্রাহক কমেছে আরো ২১ লাখ। এ নিয়ে পাঁচ মাসে প্রায় এক কোটি সক্রিয় গ্রাহক হারিয়েছে ১৮ ব্যাংকের মোবাইল ব্যাংকিং।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গেলো আগস্টের পর থেকে মোবাইল ব্যাংকিংয়ে সক্রিয় হিসাব টানা কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে গেলো নভেম্বরে। শুধু এ মাসেই সক্রিয় হিসাব ৪৯ লাখ কমে দাঁড়িয়েছে দুই কোটি ৩১ লাখে। যা আগের মাস অক্টোবরের চেয়ে ১৭ দশমিক ৩৫ শতাংশ কম।

এরপর ডিসেম্বর মাসে তা আরো কমেছে ২১ লাখ বা ৯ দশমিক ২ শতাংশ।

--------------------------------------------------------
আরও পড়ুন: শেয়ারে ৩৫ পয়সা মুনাফা বেড়েছে প্রাইম ইন্স্যুরেন্সের
--------------------------------------------------------

অক্টোবরে সক্রিয় হিসাবের সংখ্যা ছিল দুই কোটি ৭৯ লাখ। সেপ্টেম্বর ও আগস্টে যা ছিল যথাক্রমে তিন কোটি ও তিন কোটি সাত লাখ।

সংশ্লিষ্টরা বলছেন, সন্ত্রাস-জঙ্গি অর্থায়ন, হুন্ডিতে রেমিটেন্স প্রেরণসহ অন্যান্য জালিয়াতি প্রতিরোধে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে কঠোরতা আরোপের কারণে সক্রিয় হিসাব ও লেনদেন বাড়ছে না।

হুন্ডিসহ নানা জালিয়াতির অভিযোগে বিকাশ এবং মোবাইল ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহারকারী দুই হাজার ৮৮৬ জন এজেন্টের অস্বাভাবিক লেনদেনে তদন্ত শুরু করেছে সিআইডি।

তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, ডিসেম্বরে নভেম্বরের চেয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক লেনদেন বেড়েছে। এ মাসে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯২১ কোটি টাকা। নভেম্বরে যা ছিল ৯১৯ কোটি টাকা।

ডিসেম্বরে কিছুটা বেড়েছে মোট নিবন্ধিত গ্রাহকের সংখ্যাও। এ মাসে নিবন্ধিত এমএফএস হিসাব দাঁড়িয়েছে মোট ৫ কোটি ৮৮ লাখে। নভেম্বরে যা ছিল ৫ কোটি ৮৫ লাখে।

গেলো বছরের শেষ মাসে মোট লেনদেন এক হাজার টাকা বেড়েছে। নভেম্বরে যা ছিল ২৭ হাজার ৫৭৩ কোটি টাকা, ডিসেম্বরে তা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৭১ হাজার কোটি টাকায়।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
X
Fresh