• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

১৬০ সিসির পালসার আনলো বাজাজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৩

অবশেষে দেশের বাজারে আসলো নতুন ১৬০ সিসির মোটরবাইক পালসার এনএস ১৬০। এটি বাজারজাত শুরু করেছে উত্তরা মোটরস।

রোববার 'দি ফাস্টেস্ট বাংলাদেশি' স্লোগান নিয়ে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি) তে মোটরবাইকটির উদ্বোধন হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়্যারম্যান মতিউর রহমান, নির্বাহী পরিচালক কাজী এমদাদ হোসেন ও বাজাজ অটো লিমিটেডের দক্ষিণ এশিয়ার প্রধান ভিশাল গুপ্তসহ বাজাজ ইন্ডিয়ার প্রতিনিধিরা।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ‘আমাদের দেশে সড়কে চলাচলের জন্য বাইকের গুরুত্ব অপরিসীম। যানজটের নগরীতে বাইকে চলাচল করতে অনেকটা সহজ। পালসার দেশের বাজারে আসার পর থেকেই তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে। বাইকটি বাজারে আসার ঘোষণা দিতেই ইতোমধ্যে শতাধিক প্রি-বুক হয়েছে। আকর্ষণীয় লুকিংয়ের সাথে গতির সমন্বয়ে বাইকটি হয়েছে দুর্দান্ত।’

--------------------------------------------------------
আরও পড়ুন: গুজবেই শেয়ারবাজারে বড় দরপতন
--------------------------------------------------------

উত্তরা মোটর্স লিমিটেডের নির্বাহী পরিচালক বলেন, ‘ফাস্টেস্ট বাংলাদেশি’ স্লোগানে বাইকটি দেশের বাজারে অবমুক্ত করা হলো। বাজাজ এন এস ১৬০ সিসির এই বাইকটি এক কথায় থ্রিল মেশিন। এই বাইকটিতে শক্তিশালী ১৬০ সিসির টুইন স্পার্ক ইঞ্জিন, নিট্রক্সের মনো শক রিয়ার সাসপেনশন এবং চতুর্ভুজ আকৃতির এক্সহস্ট ব্যবহার করা হয়েছে। সামনের ফ্রন্ট ডিস্ক ব্রেক বাইকটির নিয়ন্ত্রণে অসাধারণ ভূমিকা রাখবে।এই বাইকটি তরুণদের আশার চেয়েও বেশি কিছু হবে বলে আমার বিশ্বাস।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ৩ লাখের বেশি বাজাজ পালসার মোটরসাইকেল চলছে। তরুণদের প্রথম পছন্দের ব্র্যান্ডের বাইকটিকে আরো স্পোর্টি, শক্তিশালী এবং দ্রুততর ভার্সনে বাজারে আনা হলো।’

বাজাজ পালসার এনএস ১৬০ দেখতে অনেকেটা এনএস ২০০ সিসি মোটরসাইকেলের মতই। স্টাইল, আউটলুক অনেক কিছুর মাঝেই এর সাথে এনএস ১৬০ এর মিল রয়েছে।

মোটরবাইকটির দাম রাখা হচ্ছে এক লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। তিনটি নয়, চারটি রঙে এটি পাওয়া যাবে। মোটর সাইকেলটির ওজন ১৪২ কেজি এবং সর্বোচ্চ ১২ লিটার পর্যন্ত জ্বালানি ধারণ করতে পারবে।

অগ্রিম বুকিং দেওয়া ৩০ জন ক্রেতাকে উন্মোচন অনুষ্ঠানেই মোটরসাইকেলের চাবি হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, নিহত ১
X
Fresh