• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

পালসার এনএস ১৬০ আসছে বাজারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৮

দেশের বাজারে আসছে বাজাজ পালসারের বহুল প্রতিক্ষীত এনএস ১৬০। আজ রোববার থেকে এটি বিক্রির ঘোষণা দেয়া হবে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনসিটি সিটি বসুন্ধরায় এনএস ১৬০ বিক্রির ঘোষণা দেবে বাজাজের দেশীয় পরিবেশক উত্তরা মোটরস লিমিটেড।

কোম্পানিটির জনসংযোগ কর্মকর্তা জাকারিয়া ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবশেষে পালসার প্রেমীদের মনে পালসার এনএস ১৬০ নিয়ে যে কৌতুহল ছিল, তার অবসান ঘটছে। আজ সন্ধ্যায় বাইকটির উদ্বোধন হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: খারাপ সময় যাচ্ছে বিটকয়েনের
--------------------------------------------------------

উত্তরা মোটরস লিমিটেড সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বাইকটি বিক্রির জন্য প্রি-বুকিং নেয়া শুরু হয়েছে। উত্তরা মোটরসের যেকোনো শাখা অফিস থেকে এর বুকিং দেয়া যাবে। অত্যাধুনিক বাইকটি দেখতে অনেকটা এনএস ২০০ সিসি মোটরসাইকেলের মতোই।

বাইকটিতে শার্প হেডল্যাম্প, এলইডি টেইল ল্যাম্প এর আকর্ষণীয় ডিজাইন, স্কিনি টায়ার ইত্যাদিসহ অনেক কিছুর মাঝে আলাদা একটা আকর্ষণ রাখার চেষ্টা করা হয়েছে। লাল, নীল এবং ছাই এই তিন রঙে এটি বাজারে পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটি দাবি করছে, বাংলাদেশের বাজারে আসা সবচেয়ে বেশি গতির হবে এই মোটরবাইকটি।

পালসার এনএস ১৬০ এর মূল্য রাখা হচ্ছে এক লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। আর বুকিংয়ের জন্য অগ্রিম দিতে হবে ৫০ হাজার টাকা।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে বঙ্গবাজারে  
ভেঙে ফেলা হয়েছে বঙ্গবাজারের অবৈধ দোকান
মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম
X
Fresh