• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘কঠিন সময় পার করছে পোশাক শিল্প’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৭

দেশের পোশাক শিল্প কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গঠিত নতুন জোট স্বাধীনতা পরিষদ।

পরিষদের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, বন্ধ হওয়ার পথে গার্মন্টেস বাঁচিয়ে রাখতে বিজিএমইএতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশের পোশাক শিল্পের এই সঙ্কট কাটানো সম্ভব।

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে লা ভিঞ্চি হোটেলে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পোশাক শিল্পের সমস্যা মোকাবেলায় যোগ্য নেতৃত্ব সৃষ্টির লক্ষে বিজিএমইএতে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলন থেকে বর্তমান সমস্যা মোকাবেলায় যোগ্য নেতৃত্ব সৃষ্টির এবং আর যাতে কোনো শিল্প বন্ধ না হয় সে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

এসময় বিজিএমইএ’র নির্বাচন নিয়ে আগামীর পরিকল্পনা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।

স্বাধীনতা পরিষদ, বিজিএমইএর নেতারা মনে করেন, বিজিএমইএ এবারের নির্বাচনের মাধ্যমে আবার গণতন্ত্রে ফিরে আসবে। সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে পোশাক খাতকে। তাই সৎ ও দক্ষ নেতৃত্ব গঠনে নির্বাচনের বিকল্প নেই।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ৫ জুন
উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা
X
Fresh