• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চালের দাম ৪০ টাকা সহনীয় : অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৫

চালের দাম কেজি প্রতি ৪০ টাকার মতো হলেও সেটা আমাদের জন্য সহনীয়। যা উৎপাদনকারীদের জন্যও গ্রহণযোগ্য মূল্য।

বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অনুষ্ঠানের আয়োজন করেন।

অর্থমন্ত্রী বলেন, যারা খাদ্য উৎপাদন করেন তাদের স্বার্থও আমাদের দেখতে হবে। তাই উৎপাদনকারীদের গ্রহণযোগ্য মূল্যও দিতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ১০০ বিলিয়ন ডলার ক্লাবে গুগল
--------------------------------------------------------

খাদ্য সংকটের আশঙ্কা প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, খাদ্য নিয়ে ভাবনার কোনো কারণ নেই। কারণ খাদ্য সংকটের আশঙ্কা নেই। ১২ লাখ টন খাদ্যদ্রব্য মজুত আছে। আমরা এখন স্বস্তিতে আছি। এবারের যে সংকট, এটাকে সংকট বলা উচিত হবে না। এটা একটা সাময়িক সমস্যা এবং সে সমস্যার সমাধান আমাদের খাদ্য মন্ত্রণালয় করে দিয়েছে।

তিনি আরও বলেন, খাদ্যের শত্রু মহামারি সেটাও অনেক সময় ছোঁয়াচে, যা সর্বত্র ছড়ায়। আমাদের সাবধানে তা প্রতিরোধ করতে হবে।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন আহমদ, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
রাজধানীর যেসব স্থানে কৃষকের দামে মিলবে তরমুজ
X
Fresh