• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঋণে লাগাম টানলো কেন্দ্রীয় ব্যাংক

অারটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জানুয়ারি ২০১৮, ১১:১৬

আগ্রাসী ঋণের মুখে লাগাম টেনে দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে সীমার অতিক্রম করে ব্যাংকগুলো যে ঋণ বিতরণ করেছে, তা কমিয়ে আনতে হবে।

একইসঙ্গে আমানতও একটি নির্দিষ্ট মাত্রায় রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়, এখন থেকে সাধারণ ব্যাংকগুলোর ঋণ-আমানত অনুপাত (এডিআর) হবে ৮৩ দশমিক ৫ শতাংশ; আর ইসলামী ব্যাংকের ক্ষেত্রে হবে ৮৯ শতাংশ।

অর্থাৎ আগে প্রচলিত ব্যাংকগুলো আমানতের বিপরীতে ৮৫ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলো ৯০ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করতে পারতো। এখন থেকে এটি কমিয়ে প্রচলিত ব্যাংকের জন্য সর্বোচ্চ ৮৩ দশমিক ৫০ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর জন্য সর্বোচ্চ ৮৯ শতাংশ নির্ধারণ করা হলো।

যেসব ব্যাংকের এই সীমা বেশি মাত্রায় রয়েছে তা আগামী জুন মাসের মধ্যে ধাপে ধাপে নামিয়ে আনতে হবে।

আগামী ৩০ জুনের মধ্যে ঋণ ও আমানতের অনুপাতে (এডিআর) এই সমন্বয় করতে হবে।

ব্যাংকগুলোকে এডিআর কমানোর লক্ষ্যে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে ৭ ফেব্রুয়ারি মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জানাতেও বলা হয়েছে ওই নির্দেশনায়।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh