• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শুরু হচ্ছে ৪ দিনের আন্তর্জাতিক প্লাস্টিক মেলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০১৮, ১৯:৫০

আগামী বুধবার শুরু হচ্ছে ১৩তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। চার দিনের এ মেলা রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ওইদিন দুপুর ১২টায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মেলা উদ্বোধন করার কথা রয়েছে।

সোমবার রাজধানীর পল্টন টাওয়ারে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্ততকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি জসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন মেলার কো-অর্গানাইজার চ্যান চ্যান ইন্টারন্যশন্যাল কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর অবারসেস এমএস জুডি ওয়াং।

তিনি বলেন, এ মেলায় বিশ্বের ১৪টি দেশ অংশ নেবে। আর দেশি বিদেশি মিলিয়ে ৪৮০টি স্টল থাকবে। মেলায় দেশীয় ১৫টি ক্যাটাগরিতে যেসব প্রতিষ্ঠান অংশ নেবে তাদের মধ্যে প্লাস্টিক হাউজ আইটেমস, প্যাকেজিং ম্যাটারিয়েলস, প্লাস্টিক মাউল্ড, ট্রয়স আইটেম, ফার্মাসিটিউক্যাল আইটেমস, প্লাস্টিক ফার্নিচার, মেলামাইন আইটেমস, গার্মেন্টস এক্সসসরিজ আইটেমস, পিপি ওভেন ব্যাগ।

এছাড়া, মেলায় বিভিন্ন দেশ থেকে আসা প্রতিষ্ঠান নানা ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী মেশিন ও ক্যাটালগ প্রদর্শন করবে।

জসিম উদ্দিন আরো বলেন, বাংলাদেশের প্লাস্টিক খাতের অগ্রযাত্রায় মেলার ব্যাপক অবদান রয়েছে। প্লাস্টিক মেলা পণ্যের পরিচিতি, নতুন প্রযুক্তি সংযোজন ক্রমান্বয়ে বাড়ছে। প্লাস্টিক পণ্য দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। দেশের উল্লেখযোগ্য সেক্টরের মধ্যে প্লাস্টিক একটি অন্যতম সেক্টর। আমরা প্লাস্টিক সেক্টর রোডম্যাপ-২০৩০ প্রণয়ন করছি।

১৯৮৯ সালে বিপিজিএমইএ ও বিসিক যৌথ উদ্যোগে প্লাস্টিক মেলার শুরু হয়।

পরে ২০০২ সালে বিপিজিএমইএ মোট ১০টি ক্যাটাগরি ৩৫টি কোম্পানির ৪২টি স্টল নিয়ে নিজেই মেলা শুরু করে।

আরও পড়ুন:

এমসি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুলতান মেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই
প্লাস্টিক সার্জারি করে বিপাকে এষা
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
মেলায় জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে কলেজছাত্র খুন, গ্রেপ্তার ১
X
Fresh