• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইন্দোনেশিয়া থেকে এলএনজি কিনতে সই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০১৮, ১৫:৩৩

গ্যাসের চাহিদা মেটাতে ইন্দোনেশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে আগ্রহপত্রে সই করেছে সরকার।

আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে এ বৈঠকে বসেন তারা।

বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে এলএনজি সংক্রান্ত দুইটি সমঝোতা স্মারক সই হয়।

এক সমঝোতা চুক্তিতে ছিল এলএনজি আমদানি, আরেকটি ছিল এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন।

আমদানি চুক্তির আগ্রহপত্রে সই করেন পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেরতামিনার ভাইস প্রেসিডেন্ট উইকো মিড়নাতারো।

এছাড়া এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তিতে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ সই করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও এসময় উপস্থিত ছিলেন।

দেশটি থেকে এলএনজি আমদানি করতে গেলো বছরের সেপ্টেম্বরে জাকার্তায় একটি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ।

দুইদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় এসে পৌঁছান জোকো। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এ সফর করছেন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিঙ্গাপুর থেকে স্বল্পমেয়াদে এলএনজি সরবরাহে নীতিগত অনুমোদন দিল সরকার 
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ভারত থেকে এলো ১ হাজার টন আলু
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
X
Fresh