• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সেরা ডিলারকে গাড়ি উপহার দিল কেপিএল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০১৮, ১২:২৮

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জামান গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান কেপিএলের বার্ষিক সম্মেলন ২০১৮।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের অভিজাত ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সারাদেশের দুই শতাধিক ডিলার ও কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রংপুরের মোহাম্মদ আসাদ সাহেবকে ২০১৭ সালের সেরা ডিলার এর পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

উপহার হিসেবে তিনি পেয়েছেন একটি গাড়ি। অনুষ্ঠানে তার হাতে গাড়ির চাবি তুলে দেন কেপিএলের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আসাদুজ্জামান ও পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক।

সম্মেলনে টার্গেট নেয়া হয় ২০১৮ সালের মধ্যে সারাদেশে ৪০০ ডিলার প্রতিষ্ঠিত করা। আর এই টার্গেট বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনাও হয়।

অনুষ্ঠানে ২০১৮ সালের মধ্যে কেপিএলের পানির ট্যাঙ্ক, পিভিসি পাইপ, গ্যাস স্টোভ এবং রাইসকুকার উৎপাদন ও বাজারজাতকরণ এর ঘোষণা দেয়া হয়।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কারে নতুন বিভাগ সংযোজন
রেড ক্রিসেন্টের বেস্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড প্রদান
বেস্ট লং ফ্রম কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলেন রবিন রাফান
যমুনা গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা
X
Fresh