• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

স্বর্ণের দর আবারও বাড়লো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জানুয়ারি ২০১৮, ১৭:২২

দেশের বাজারে আরও এক ধাপ বাড়লো স্বর্ণের দর। স্বর্ণের দর ভরিতে সর্বোচ্চ দেড় হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৫২ হাজার ২৩৬ টাকা।

আজ বৃহস্পতিবার বাজুস এই দর বাড়ার সিদ্ধান্তের কথা জানায়।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দর বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা জানান, আগামীকাল শুক্রবার থেকেই নতুন দর কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়াবে ৫২ হাজার ২৩৬ টাকা। আর ২১ ক্যারেটের ভরি হবে ৪৯ হাজার ৯২১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ৪৪ হাজার ৬৫৭ টাকা এবং স্বণাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২৭ হাজার ৪০০ টাকা।

আজ বৃহস্পতিবার পর্যন্ত ভালো মানের বা ২২ ক্যারেট প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৫০ হাজার ৭৩৮ টাকা। ২১ ক্যারেট ৪৮ হাজার ৪০৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৪৩ হাজার ১৫৭ টাকায় বিক্রি হয়।

আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হয় ২৬ হাজার ৫৩৬ টাকা।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 
গরমে এসি ও ফ্যানের বাজারে আগুন
X
Fresh