• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মাহমুদা খানম মেমোরিয়াল একাডেমির পথচলা শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৮, ২১:১৩

প্রান্তিক পর্যায়ে অর্থবহ ও টেকসই শিক্ষা ব্যবস্থার সুযোগ না হলে জাতীয় পর্যায়ে মেধা সংগ্রহ ও কার্যকরী ভূমিকা পালনকারী দক্ষ মানবসম্পদ গঠন সম্ভব নয়।

এই উদ্দেশ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে যাত্রা শুরু করেছে মাহমুদা খানম মেমোরিয়াল একাডেমি (কিন্ডারগার্টেন স্কুল)।

এর মাধ্যমে ইউনাইটেড ট্রাস্টের পৃষ্ঠপোষকতা এবং বিডি এডুকেশনের সার্বিক পরিচালনায় প্রতিষ্ঠানটির পথচলা শুরু হলো।

সম্প্রতি এক অনুষ্ঠানের প্রতিষ্ঠানটির উদ্বোধন হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ইউনাইটেড ট্রাস্টের নির্বাহী পরিচালক ব্রি. জেনারেল (অবঃ) এ. জে. এম. ফজলুর রহমান।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সিগঞ্জ -২)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা। এছাড়া বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনাইটেড ট্রাস্টের শিক্ষা কার্যক্রম সার্বিকভাবে পরিচালনার দায়িত্বে নিয়োজিত বিডি এডুকেশন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সুমন আহম্মেদ। পরিশেষে বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনায় সমাপনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এবং ইউনাইটেড ট্রাস্টের ট্রাস্টি ফাহাদ খান।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড ট্রাস্টের জেনারেল ম্যানেজার মেজর (অবঃ) জুনায়েদ আহমেদ, ইউনাইটেড ট্রাস্টের শিক্ষা বিষয়ক উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ফজলে এলাহী, বিডি এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক যশোধন সাহা এবং পরিচালক ইঞ্জিনিয়ার শারমিন ইউসুফ প্রমুখ।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবীন জজ ও আইনজীবীদের সংবর্ধনা দিলো হক ল’ একাডেমি
গান, কবিতায় শিশু একাডেমিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন 
শুক্রবার থেকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন
বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি
X
Fresh