• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

টানা পতনের পর বড় উত্থানে পুঁজিবাজার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:৫৬

গেলো প্রায় ১০ দিন টানা দরপতনের পর বড় উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার।

আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৭১ পয়েন্ট বেড়ে প্রায় ৬ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করছে।

প্রায় সাড়ে মাসের মধ্যে একদিনে এটাই সবচেয়ে বড় উত্থান।

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক গত কার্যদিবস থেকে এক দশমিক ১৭ শতাংশ বেড়েছে। এদিন দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর প্রথম আধঘণ্টা শেয়ারের প্রধান মূল্যসূচক নিম্নগতিতে থাকলেও পরে একটানা বেড়ে শেষ পর্যন্ত সূচক ইতিবাচক রেখে দিন শেষ হয়।

এর আগে গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ছাড়া টানা ১০ কার্যদিবসে ডিএএসইএক্স প্রায় ৪ দশমিক ১২ শতাংশ কমে সোমবার এই সূচক ছয় হাজার পঞ্চাশের ঘরে নেমে যায়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ঘুষের প্রস্তাব দেয়ায় চায়না হারবার কালো তালিকাভুক্ত
--------------------------------------------------------

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি টাকা ৭০ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ৪৪ লাখ টাকা কম। হাতবদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারেরও দাম বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ৫০টির। আর অপরিবর্তিত আছে ৪৩টির।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বস্ত্র খাতের ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং মিলস। এর পরেই আছে স্কয়ার ফার্মা ও সিটি ব্যাংক।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি ৮৪ লাখ টাকা বেড়ে ২৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৭টির দর।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসকেএফ ফার্মায় নিয়োগ, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি
বেক্সিমকোর ২৬২৫ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন
ডিএসইসির সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর
রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি
X
Fresh