• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঘুষের প্রস্তাব দেয়ায় চায়না হারবার কালো তালিকাভুক্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:৪৬

সচিবকে ঘুষের প্রস্তাব দেয়ার অভিযোগে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, কোম্পানিটি যোগাযোগ সচিবকে ৫০ লাখ টাকা ঘুষ দিতে চেয়েছিল। সচিব বিষয়টি আমাদের জানিয়েছেন। এজন্য কোম্পানিটিকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। তারা আর কোনো কাজ করতে পারবে না।

চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি চায়না হারবার নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোর একটি। প্রায় ৮০টি দেশে এ কোম্পানি কাজ করছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: আইপিওতে আসছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
--------------------------------------------------------

চায়না হারবার ইতোমধ্যে বাংলাদেশে বেশ কিছু কাজ পেয়েছে। সেগুলো তারা করতে পারবে কি না এমন প্রশ্নের উত্তরে মুহিত বলেন, সেটা দেখা যাক কী করা যায়। নর্মাল নিয়ম হল, ব্ল্যাক লিস্টেড মিনস ব্ল্যাক লিস্টেড।

কোম্পানিটি কি জন্য ঘুষ সেধেছিল জানাতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমার মনে হয় খুশি রাখার জন্য ঘুষ দিতে চেয়েছিল, কাজে চুরি করবে।

সচিবের বিষয়ে মুহিত বলেন, আই অ্যাম প্রাউড অব হিম।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দপ্তরে বসেই তিনি গুনছেন ঘুষের টাকা!
কারাগারে বসেই এবার ঘুষের দায়ে অভিযুক্ত ইমরান
মরদেহ নিয়ে বিদ্যালয়ে বিক্ষোভ, ঘুষের টাকা ফেরত দিলেন কর্তৃপক্ষ
কার্টন ভর্তি ৪২ লাখ টাকা উদ্ধার, সার্ভেয়ার গ্রেপ্তার
X
Fresh