আইপিওতে আসছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
আরটিভি অনলাইন রিপোর্ট
| ১৬ জানুয়ারি ২০১৮, ১৮:৪৭ | আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৮:৫৫

--------------------------------------------------------
আরও পড়ুন: ঘরেই রেস্টুরেন্টের খাবারের স্বাদ দেবে ‘পাঠাও ফুড’
-------------------------------------------------------- এছাড়া বিগত পাঁচ বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে সমন্বিতভাবে এক টাকা ৪৩ পয়সা এবং এককভাবে ৬৭ পয়সা। আর ৩০ জুন ২০১৭ পর্যন্ত ইপিএস হয়েছে সমন্বিতভাবে এক টাকা ৩৬ পয়সা এবং এককভাবে ২৮ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। কোম্পানি সূত্রে জানা গেছে, উত্তোলিত এই অর্থ কোম্পানিটি এলপিজি বোতলজাতকরণ ও ডিস্ট্রিবিউশন প্লান্ট স্থাপন এবং আইপিওর খরচ মেটাতে ব্যয় করবে। আরও পড়ুন: এসআর