• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১ বছরে চিনির দাম দ্বিগুণ

সেলিম মালিক

  ০৮ অক্টোবর ২০১৬, ১৬:৩৩

আমদানিকারকদের সিন্ডিকেট কারসাজিসহ নানা কারণে গেলো ১ বছরে প্রায় দ্বিগুণ বেড়েছে চিনির দাম। খোদ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবিই স্বীকার করছে, চিনির দাম বেড়েছে ৭৫ শতাংশ। তবে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে বাড়তি দাম, আর চিনির ওপর ২০ শতাংশ শুল্ক ও ১৫ শতাংশ ভ্যাট আরোপের কারণেই এ পরিস্থিতি।

দেশে বছরে চিনির চাহিদা ১৬-১৭ লাখ টন। এর মধ্যে দেশীয় চিনিকলগুলোতে উৎপাদিত হয় মাত্র ১ থেকে দেড় লাখ টন। তাই দেশের চিনির বাজার আমদানিনির্ভর।

গেলো বছর এ সময় কেজিপ্রতি চিনি বিক্রি হয়েছে ৪৬ টাকায়। এর মধ্যে কয়েক দফা দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৭৩ থেকে ৭৫ টাকা কেজিতে। সবশেষ গেলো সপ্তাহে কেজিপ্রতি চিনির দাম বেড়েছে ৫ টাকা। আর টিসিবির হিসাব বলছে, গেলো ১ বছরে দাম বেড়েছে ৭৫ শতাংশ।

ব্যবসায়ীরা বলছেন, চিনির দর বাড়ার জন্য আমদানিকারকদের সিন্ডিকেট, আন্তর্জাতিক বাজারে বাড়তি দর আর আমাদানি শুল্ক দায়ী।

এদিকে চিনি আমদানিতে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এ অজুহাতে আরেক দফা চিনির দাম বাড়াতে সম্প্রতি ট্যারিফ কমিশনে প্রস্তাব দিয়েছেন আমদানিকারকরা।

ভোক্তা অধিকার সংস্থা-ক্যাব মনে করে, গুটিকয়েক আমদানিকারক নিয়ন্ত্রণ করেন চিনির বাজার।

ভোক্তাদের প্রত্যাশা, দ্রুত উদ্যোগ নিয়ে চিনির দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনবে সরকার।

ডিএইচ/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh