• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

তবু থামছে না শেয়ার কেনার হিড়িক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০১৮, ১৩:০৩

দেড় বছর ধরে উৎপাদনে নেই। নিজ বিনিয়োগকারীদের স্বপ্রণোদিত হয়ে সতর্ক করা হচ্ছে। তবু থামছে না কেনার হিড়িক। দর উঠছে তো উঠছেই। বলছিলাম পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাত খাতের কোম্পানি জুট স্পিনার্সের কথা।

শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার ‍কারণ সম্পর্কে জানতে মাত্র ১০ দিনে দুইবার নোটিশ পাঠানো হলেও কোম্পানি কর্তৃপক্ষ একই জবাব দিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গেলো ২৮ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ারদর বেড়ে চলেছে। এর মধ্যে ৭ জানুয়ারি দর কিছুটা কমলেও আবারো বাড়তে থাকে। ১১ জানুয়ারি শেয়ারটির দর দাঁড়ায় ১৬৬ টাকা ৪০ পয়সা। যা ২৮ ডিসেম্বর ছিল ১০৩ টাকা ৩০ পয়সা।

এই দরবৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

তবে কোম্পানি কর্তৃপক্ষ আবারো জানিয়েছে, ২০১৬ সালের জুন মাস থেকে তাদের উৎপাদন বন্ধ রয়েছে। হঠাৎ শেয়ারদর কেন বাড়ছে তা তাদের জানা নেই।

এর আগে গেলো ৩ জানুয়ারি এক নোটিশে একই কথা জানিয়েছিল কোম্পানিটি।

তার আগের দিন কোম্পানির শেয়ারটি ক্রয় চাপে হল্টেড হয়ে মূল্য স্পর্শ করে। যাকে অস্বাভাবিক ধরে নিয়ে কোম্পানি কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়ে বলে কোম্পানির মুনাফা বাড়তে পারে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই।

আরও পড়ুন
জাকারবার্গের এক স্ট্যাটাসেই গচ্চা ৩৮০ কোটি ডলার!

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে আরও ১ কুকি-চিন সদস্য কারাগারে
পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh