• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লিনেক্স ইলেক্ট্রনিক্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি ২০১৮, ১৯:৪২

নতুন বছরে নতুনের প্রেরণার অঙ্গীকার নিয়ে লিনেক্স ইলেক্ট্রনিক্সের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর তেজগাঁয়ে আরটিভি স্টুডিওতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ২০১৮ সালের ‘বিজনেস রোডম্যাপ’ তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির সিএমও আফতাব মাহমুদ খুরশিদ আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়ার ঘোষণা দেন।

২০১৭ এর সফল সমাপনীর জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান লিনেক্স ইলেক্ট্রনিক্সের চীফ অপারেটিং অফিসার (সিওও) গোলাম শাহ্‌রিয়ার কবীর। তিনি ২০১৮ সালের বিজনেস রোডম্যাপ বিস্তারিত তুলে ধরেন।

গোলাম শাহ্‌রিয়ার কবীর আশা প্রকাশ করেন, আরো বেশি দৃঢ় প্রত্যয় নিয়ে সবাই একসঙ্গে ‘বিজনেস রোডম্যাপ ২০১৮’ বাস্তবায়ন করবেন।

রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে লিনেক্স ইলেক্ট্রনিক্সের পণ্যগুলো দেশে নিয়ে আসা হয়েছে। যা বাংলাদেশের আবহাওয়া উপযোগী।

প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবা নিশ্চিতের পাশাপাশি ভোক্তার চাহিদা অনুযায়ী ক্রয়ক্ষমতার মধ্যেই গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করে ‘লিনেক্স’।

ক্রেতা সন্তুষ্টি লিনেক্সের মূল লক্ষ্য। দেশব্যাপী সব জেলা এবং থানাগুলোতে এক্সক্লুসিভ আউটলেটের মাধ্যমে বেঙ্গল গ্রুপ লিনেক্স ইলেক্ট্রনিক্সের পণ্য ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেল ‘বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’
আকর্ষণীয় সব ফিচার নিয়ে যাত্রা শুরু ‘রিভো’র
X
Fresh