• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অস্বাভাবিকভাবে বাড়ছে চালের দাম

সেলিম মালিক

  ০৭ অক্টোবর ২০১৬, ১৭:২০

অস্বাভাবিকভাবে বাড়ছে চালের দাম। মাত্র দু’ সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে গড়ে ৬ থেকে ৮ টাকা। এজন্য ধানের চড়া বাজার, আমদানি চালের ওপর ভ্যাট আরোপসহ মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। আর ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, খাদ্য মন্ত্রণালয়ের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে চালের বাজার।

বাঙালির সবচেয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য চাল। বেশ কিছুদিন ধরে লাগামহীন গতিতে বাড়ছে চালের দাম।

বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে গরিবের চাল হিসেবে পরিচিত স্বর্ণা জাতের মোটা চালের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। বিআর-২৮ বেড়েছে ৯ টাকা, মিনিকেটে ৬ টাকা আর নাজির শাইল চালে বেড়েছে ৪ টাকা।

পাইকারি বাজারের চিত্রও একই। মানভেদে ৬ থেকে ৮ টাকা বেশি দামে চাল বিক্রি করছেন পাইকাররা। এজন্য চাল আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করাসহ মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন তারা।

তবে দেশের উত্তরাঞ্চলের মিল মালিকরা বলছেন, ঈদের আগে-পরে বেশ কয়েকদিন চাতাল বন্ধ থাকায় এমন পরিস্থিতি হয়েছে।

কারণ যাই হোক, চালের দাম বাড়ার সঙ্গে ক্ষোভ বাড়ছে ভোক্তাদের মধ্যে।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিতে হবে মন্ত্রণালয়কে। অন্যথায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সরকারি হিসেবে, চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ।

ডিএইচ/আরএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh