• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

২৬ বছরের রেকর্ড জাপানের পুঁজিবাজারে

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ জানুয়ারি ২০১৮, ২০:৩৪

জাপানের পুঁজিবাজারে রেকর্ড করেছে প্রধান মূল্যসূচক নিক্কেই ২২৫। আজ মঙ্গলবার এই বেঞ্চমার্ক সূচক রেকর্ড উচ্চতায় লেনদেন শেষ করে। যা ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়, সরকারি ছুটির পরদিন সোমবার প্রথম কার্যদিবসে সূচকটি ২৩ হাজার ৮৪৯ পয়েন্টে লেনদেন শেষ করেছে। এটি ১৯৯১ সালের নভেম্বরের পর দিনশেষে সর্বোচ্চ অবস্থান।

বিশেষজ্ঞরা বলছেন, দুই দশকেরও বেশি সময় ধরে জাপানের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি বাজারে প্রভাব ফেলছে। যার কারণে নিক্কেই সূচকের এই উত্থান। এছাড়া ওয়াল স্ট্রিটে ইতিবাচক খবরও মঙ্গলবার দেশটির পুঁজিবাজারে প্রণোদনা যুগিয়েছে।

২০১২ সালের শেষ দিকে প্রধানমন্ত্রী শিনজো আবে ক্ষমতায় এসে অর্থনীতিকে টেনে তোলার জন্য নতুন নীতি গ্রহণ করেন। তার দেয়া অর্থনৈতিক কৌশল অ্যাবেনমিকস নামে পরিচিতি পায়। এই নীতিতে এখন দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।

গেলো ডিসেম্বরে দেখা যায়, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি টানা সপ্তমবারের মতো প্রান্তিক প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে।

এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসির খবরে বলা হয়, আজ মঙ্গলবার এশিয়ার অন্যান্য দেশের পুঁজিবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। হংকংয়ের বাজারে এদিন এইচএসআই সূচক ১১১ পয়েন্ট বেড়েছে। সাংহাই সূচকও ছিল ঊর্ধ্বমুখী। এছাড়া অস্ট্রেলিয়ার বাজারে এএসএক্স ২০০ সূচক বেড়েছে ৫ পয়েন্টের মতো।

দিনশেষে ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্চেও (বিএসই) দেখা যায় ইতিবাচক প্রবণতা। এদিন এ বাজারে প্রধান সূচক সেনসেক্স বেড়েছে ৯০ পয়েন্ট।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বে সামরিক ব্যয়ের রেকর্ড, শীর্ষে যুক্তরাষ্ট্র
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
অধিনায়ক বাবরের অনন্য রেকর্ড
রত্না-আলেকজান্ডারের নতুন রেকর্ড
X
Fresh