• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুঁজিবাজারে বড় দরপতন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৮, ১৭:৩৪

টানা চারদিন ধরে দরপতনের ধারা অব্যাহত আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সেই সঙ্গে কমেছে লেনদেনও।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ সোমবার প্রধান সূচকে বড় ধরনের পতন হয়েছে। আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণও। এদিন প্রায় ৬৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।

ডিএসইতে আজ মোট ৪৭৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিন চেয়ে প্রায় ৭ কোটি ৪৪ লাখ টাকা কম। রোববার ডিএসইতে লেনদেন হয় ৪৮৫ কোটি ৩৭ হাজার টাকা।

আজ সোমবার লেনদেনে অংশ নেয় ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২১৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার দর।

লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট কমে ৬ হাজার ২১০ পয়েন্টে অবস্থান করছে। এই নিয়ে গত চার কার্যদিবসে সূচকটি কমলো ৯২ পয়েন্ট।

আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক লিমিটেড, ইফাদ অটোজ, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ন্যাশনাল টিউবস, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট ও স্কয়ার ফার্মা।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪০ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক কমেছে ১৬৫ পয়েন্ট।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
বাজারে এল শাওমির নতুন পোকো ফোন
বাঁচানো গেল না সোনিয়াকে, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের সবার মৃত্যু
X
Fresh