• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

দর বাড়ার কারণ জানে না তিন কোম্পানি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জানুয়ারি ২০১৮, ১৭:২৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির টানা দরবৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, দুলামিয়া কটন স্পিনিং মিলস ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস।

কোম্পানি তিনটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে সবগুলো একই জবাব দিয়েছে।

তারা ডিএসইকে বলেছে, অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিগুলোর দর বাড়ছে।

বাজার বিশ্লেষণে জানা যায়, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৮ ডিসেম্বরের পর থেকে শেয়ারের দাম ব্যাপক হারে বেড়েছে। ১৬ দিনের ব্যবধানে কোম্পানির শেয়ারের দর প্রায় ৯ টাকা বেড়ে এখন লেনদেন হচ্ছে ৪৯ টাকা ১০ পয়সায়।

গত ২৭ ডিসেম্বরের পর থেকে ব্যাপক বেড়েছে দুলামিয়া কটনের শেয়ারের দাম। ছয় দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দর প্রায় ৫ টাকা বেড়ে এখন লেনদেন হচ্ছে ৩০ টাকা ২০ পয়সায়।

ড্রাগন সোয়েটারের শেয়ারের দাম ২৭ ডিসেম্বরের পর থেকে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।ছয় দিনে শেয়ারের দর প্রায় ৩ টাকা বেড়ে এখন লেনদেন হচ্ছে ২০ টাকা ৮০ পয়সায়।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh