• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৯ বছরে জাতীয় গ্রিডে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জানুয়ারি ২০১৮, ১৩:৫৮

গেলো ৯ বছরে জাতীয় গ্রিডে মোট ১১ হাজার ১০৪ মেগাওয়াট (এমডব্লিউ) বিদ্যুৎ যুক্ত হয়েছে। এতে দেশের মোট জনসংখ্যার ৮৩ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ উৎপাদন ১৬ হাজার ৪৬ মেগাওয়াটে পৌঁছেছে।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পাওয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রুত নগরায়ন ও শিল্পায়ন ঘটেছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্য-আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার অতিরিক্ত ৮৫টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ১ লাখ ৬০ হাজার কিলোমিটার বিতরণ লাইন, ২ হাজার ৬২২ সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করেছে।

নসরুল হামিদ বলেন, ভারত, জাপান, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের সহযোগিতায় পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় সরকার ১৩টি মেগা প্রকল্প ও ৫ হাজার ৯২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

“আশা করছি, ১৩শ’ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম মেগা প্রকল্প পায়রা’র উৎপাদন ২০১৯ সালের এপ্রিলে শুরু হবে।”

তিনি বলেন, বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করা ও শতভাগ বিল আদায়ের লক্ষ্যে প্রি-পেইড মিটারিং সিস্টেম চালু করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৭ লাখ প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে এবং ২০১৮ সালের জুন মাসের মধ্যে আরো ২৭ লাখ মিটার চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
এসির টেম্পারেচার যত হলে স্বাস্থ্যের জন্য ভালো, হবে বিদ্যুৎ বিলেরও সাশ্রয়
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের সূচনা
বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের মুশতাক
X
Fresh